ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবসেবার সর্বোত্তম কাজ: বাবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবসেবার সর্বোত্তম কাজ: বাবর

চট্টগ্রাম: এনায়েত বাজার এলাকায় এক হাজার অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম মিথুনের সার্বিক তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমরগণি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও  মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এ সময় উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, আওয়ামী লীগ নেতা রিটু দাশ বাবলু, মো. সিরাজ, শিবু প্রসাদ চৌধুরী, আশিষ চক্রবর্তী বাচ্চু, রতন ঘোষ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মোরশেদ আলম, মো. দেলোয়ার, মো. ফরিদ, এহসানুল হক খোকা, মহানগর ছাত্রলীগ নেতা শেখ তৌহিদুল ইসলাম  আরদিন, রুপম সরকার,আসমাত খান আতিক, ইয়াসির আরাফাত জিকু, শুভ দত্ত, মো. রুবেল, ইসমাইল সাকিব, মো. নুরুদ্দীন রাকিব, মো. নিয়াজ উদ্দিন তামিম, রতন চৌধুরী, শুভ দাশ, মো. রুবেল, মো. সিফাত, মো. মুন্না, মো. রিজভী, মো. শওকত, মো. রিফাত, মো. ওয়াস্তি, মো. চুন্নু, রাজু দাশ, মো. তৌহিদ প্রমুখ।

এ সময় বাবর বলেন,  দেশে শীতের তীব্রতা বাড়ায় গরীব ও অসহায় মানুষ কষ্ট পাচ্ছে, শীত এলেই দরিদ্র মানুষ শীতে কাতর হয়ে যাই, খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতি জরুরি হয়ে পরে।

তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। বিশেষ করে আমাদের ছিন্নমূল মানুষের পাশে ,খেটে খাওয়া মানুষের পাশে ও বাচ্চাদের পাশে দাঁড়াতে হবে। অসহায় মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দেয়াই সর্বোত্তম কাজ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।