ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, ডিসেম্বর ৩০, ২০২৩
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর মৃত্যু ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩০) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইমরান হোসেন সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সিকদারপাড়ার রুস্তম আলীর ছেলে। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ছিলেন।

তিনি এক সন্তানের জনক।

জানা যায়, রাতে মরিয়মনগর থেকে মোটরসাইকেল চালিয়ে সরফভাটায় নিজ বাড়িতে ফেরার পথে রোয়াজারহাটে বিপরীত দিক থেকে আসা জ্বালানি কাঠবোঝাই চাঁদের গাড়ি তাকে ধাক্কা দেয়। মাথায় হেলমেট থাকলেও চাঁদের গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সংবাদকর্মী ইমরান হোসেন এর মরদেহ থানায় রাখা হয়েছে। চালক গাড়ি নিয়ে পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।