ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কু‌রিয়ার সা‌র্ভিস থেকে পণ্য চু‌রি, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, ডিসেম্বর ৩০, ২০২৩
কু‌রিয়ার সা‌র্ভিস থেকে পণ্য চু‌রি, আটক ১ ...

চট্টগ্রাম: কোতোয়ালী থানাধীন আইস ফ্যাক্টরি রোড শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটে কু‌রিয়ার সা‌র্ভিস প্রতিষ্ঠানের পণ্য চু‌রির ঘটনায় চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) কর্ণফুলী ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ রেজওয়ান আহমেদ প্রকাশ হৃদয় (৩২) নামের চোরকে আটক করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।

জানা যায়, ১৯ ডিসেম্বর রাতে সওদাগর এক্সপ্রেস নামের প্রতিষ্ঠানের শার্টারের তালা ভেঙে ৭টি বিভিন্ন মডেলের এলইডি টেলিভিশন চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ধরা পড়ে চক্রের এক সদস্য।

কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক বলেন, কর্ণফুলী ও ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।