ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিজের পোস্টার অপসারণে নামলেন রুহেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
নিজের পোস্টার অপসারণে নামলেন রুহেল

চট্টগ্রাম: নির্বাচনে জয় লাভের একদিন পরই নিজের পোস্টার অপসারণের কাজ শুরু করেছেন মিরসরাই আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।  

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে নিজের নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে পোস্টার অপসারণের কাজ করেন তিনি।

 

পোস্টার অপসারণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার করে রুহেল লিখেন, নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টারে কোন প্রকার লেমিনেশন কিংবা প্লাস্টিক ব্যবহার করা হয়নি। তবে কুয়াশা থেকে রক্ষার জন্য কিছু কিছু নেতাকর্মী প্লাস্টিক কভারযুক্ত পোস্টার ব্যবহার করেছেন।

এ ধরনের পোস্টার যতগুলো আমার নজরে এসেছে আমি অপসারণ করেছি, করিয়েছি।  

ফেসবুক পোস্টে রুহেল নেতাকর্মী ও অন্যান্য প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আরও লিখেন, যেসব স্থানে প্লাস্টিকযুক্ত পোস্টার রয়েছে তা যেন দ্রুত অপসারণ করা হয়। সবাই মিলে আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই। স্মার্ট মিরসরাইয়ের যাত্রা শুরু হোক এভাবেই।

মীরসরাই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন মাহবুব উর রহমান রুহেল। তিনি ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৬৬ হাজার ৪৬৪ জন এবং প্রার্থী ছিল সাত জন।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।