ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রফেসর ড. সৌরেন বিশ্বাস আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
প্রফেসর ড. সৌরেন বিশ্বাস আর নেই ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সৌরেন বিশ্বাস আর নেই। মঙলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ড. সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় সভাপতি, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্বও পালন করেন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অগ্রণী ভূমিকা স্মরণযোগ্য।

ভর্তি পরীক্ষায় যে ‘শিল্পীকোটা’ ছিল, তিনি তার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থিয়েটার’ এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।

২০০৬ সালে ইবসেন মৃত্যুশতবার্ষিকী উদযাপন পরিষদ-চট্টগ্রাম এর আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন ড. সৌরেন বিশ্বাস। এ উপলক্ষে তাঁর নেতৃত্বে গঠিত হয় Ibsen’s Death Centenary Celebration Committee, Chittagong ও Ibsen Commemoration-2006. তিনি ছিলেন একজন নাট্যকর্মী ও সংগঠক।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।