ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৫ শতাধিক নেতাকর্মী নিয়ে টুঙ্গীপাড়ায় বাঁশখালীর এমপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
৫ শতাধিক নেতাকর্মী নিয়ে টুঙ্গীপাড়ায় বাঁশখালীর এমপি

চট্টগ্রাম: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জেয়ারত করেছেন বাঁশখালীর সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি।  

শুক্রবার (১৯ জানুয়ারি) পাঁচ শতাধিক নেতাকর্মীর বহর নিয়ে তিনি টুঙ্গীপাড়ায় যান।

সেখানে বঙ্গবন্ধুর কবর জেয়ারত শেষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন এমপিসহ নেতাকর্মীরা। নেতাকর্মীরা প্রথমবারের মতো এমপির সাথে টুঙ্গীপাড়ায় যেতে পেরে উচ্ছ্বাসিত হন।

টুঙ্গীপাড়ায় কবর জেয়ারত শেষে মুজিবুর রহমান বলেন, বাঁশখালীর নেতাকর্মীরা আমাকে জয়ী করতে ভোটারদের দুয়ারে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের পরিশ্রমের ভিত্তি করেই আমি জয়ী হয়েছি। তাই আমি টুঙ্গীপাড়ায় যাওয়ার সময় নেতাকর্মীদের সাথে নিয়েছি। অনেকেই প্রথমবারের মতো বঙ্গবন্ধুর কবর জেয়ারত করেছেন। সবাইকে নিয়ে সেখানে যেতে পেরে আমিও খুশি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সৈয়দ বলেন, এত সংখ্যক নেতাকর্মী নিয়ে  বাঁশখালীর কোন নেতা কখনো টুঙ্গীপাড়া যাননি। মুজিবুর রহমান সাহেব সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন। নেতাকর্মীরা আওয়ামী লীগের আদর্শের ঠিকানা টুঙ্গীপাড়ায় যেতে পেরে মহাখুশি।  ১০টি গাড়িতে করে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী টুঙ্গীপাড়ায় যান।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।