ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করা সেই যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করা সেই যুবক গ্রেফতার

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়া অস্ত্রধারী মো. জাহিদ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।  

শনিবার (২০ জানুয়ারি) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তারের বিষেয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বাংলানিউজকে বলেন, শনিবার রাত দশটার দিকে মো অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

ঘটনার সময় ভিডিও ফুটেজে অস্ত্র হাতে যাকে দেখা যাচ্ছে সেটা জাহিদ বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।  

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত গোলাপ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় গ্রেফতার আরেক আসামি শাওনের কাছ থেকে প্রথমে মিঠুন ও তার কাছ থেকে অস্ত্রটি নেন জাহিদ। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় এজাহারে ৮ জন আসামি ও তদন্তে প্রাপ্ত ১১ জনকেও গ্রেফতার করা হয়েছে।  

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে অস্ত্রের মহড়া বাধা দিতে গিয়ে আবদুল্লাহ আল মাহমুদ নামের স্থানীয় এক ব্যক্তি কিরিচের আঘাতে আহত হন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।