ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রয়েল বাংলা সুইটসকে ১ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
রয়েল বাংলা সুইটসকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: লেবেলবিহীন কেমিক্যালের বোতল, রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ ও নোংরা পরিবেশের কারণে নগরের এনায়েত বাজারের রয়েল বাংলা সুইটসকে জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।  

বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এ অভিযানে নেতৃত্ব দেন।

 

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী ও সিএমপি পুলিশ সদস্যরা।  

মোহাম্মদ বশির আহম্মেদ বাংলানিউজকে জানান, লেবেলবিহীন কেমিক্যালের বোতল, রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ ও নোংরা পরিবেশের কারণে নিরাপদ খাদ্য আইনে রয়েল বাংলা সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া চকবাজারের সাদিয়াস কিচেন ও মিষ্টিমুখকে নিরাপদ খাদ্য আইনে খাবারের মান, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে ।  

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।