ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সহসা কমছে না শীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
সহসা কমছে না শীত ...

চট্টগ্রাম: সহসা কমছে না শীত। কুয়াশার কারণে নগর জীবনে অস্বস্তিকর অবস্থা।

গত দুদিন ধরে সূর্যের আলো দেখা যাচ্ছে না। চট্টগ্রামের কোথাও কোথাও বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।
এর মধ্যে বৃষ্টি বাড়িয়েছে শীতের প্রকোপ।  

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন চট্টগ্রামে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আকাশ মেঘলাসহ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি কুয়াশা পড়বে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদরা জানান, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়াও উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এসবের প্রভাবে বাংলাদেশে তাপমাত্রা কমছে। জানুয়ারির শেষের দিকে শীত আরও বাড়তে পারে। মধ্যমাঘের বৃষ্টিতে রবিশস্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।  

এদিকে শীতের কারণে নিম্নবিত্তদের আয়ে প্রভাব পড়ছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কুয়াশায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে। বাড়ছে শীতকালীন রোগবালাই। গরম কাপড় বিক্রি বেড়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালসহ সরকারি-বেসরকারি হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর বাড়তি চাপ। সব বয়সীরা আক্রান্ত হওয়ার পাশাপাশি শিশু এবং বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগী বাড়ে। আমরা সতর্ক আছি। জেলার ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ আছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।