ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে চালু হচ্ছে আরও ৩০ শয্যার আইসিইউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
চমেক হাসপাতালে চালু হচ্ছে আরও ৩০ শয্যার আইসিইউ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চালু হচ্ছে নতুন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ওয়ার্ড। এই ওয়ার্ডটি চালু হলে হাসপাতালে আইসিইউ’র সংখ্যা দাঁড়াবে ৫০টি।

এর ফলে কিছুটা হলেও কমবে মুমূর্ষু রোগীদের আইসিইউ’র চাহিদা।  

শনিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আইসিইউ ওয়ার্ডটি উদ্বোধন করার কথা রয়েছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বাংলানিউজকে বলেন, আইসিইউ ওয়ার্ডটিতে অবকাঠামোগত কাজ ও আইসিইউ শয্যা স্থাপনের কাজ শেষ। যন্ত্রপাতিগুলো ইনস্টলেশনের কাজ চলছে। চালু হলে আইসিইউ’র যে সংকট, তা অনেকটা কেটে যাবে। যদিও রোগীর তুলনায় হাসপাতালটিতে কমপক্ষে দুইশ আইসিইউ থাকার প্রয়োজন। আশা করছি, অন্তত ১২০ শয্যার আইসিইউতে উন্নীত করা সম্ভব হবে।  

চমেক হাসপাতালের নিচ তলায় অবস্থিত ন্যায্যমূল্যের ওষুধের দোকানের পেছনে থাকা পূর্বের মানসিক ওয়ার্ডে নতুন আইসিইউ ওয়ার্ডটিতে বাসানো হয়েছে অত্যাধুনিক সব সরঞ্জাম। সর্বশেষ করোনা মহামারির সময় চট্টগ্রামে আইসিইউ সংকট দেখা দেয়।  

সরকারিভাবে চট্টগ্রামে এখন পর্যন্ত ৩০ আইসিইউ রয়েছে। এর মধ্যে ১০টি জেনারেল হাসপাতালে এবং ২০টি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সর্বশেষ ২০২০ সালে করোনা মহামারির সময় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৮টি ভেন্টিলেটরযুক্ত আইসিইউ পাঠানো হয়। যা ওই বছরের অক্টোবরেই স্থাপন করা হয়। এর আগে ২০০৫ সালে চমেক হাসপাতালের ৫ শয্যার আইসিইউ ১২ শয্যায় উন্নীত করা হয়। প্রতিষ্ঠার পর থেকে গত ৬৩ বছরের মাত্র ২০টি আইসিইউ যুক্ত হয়েছে চমেক হাসপাতালে। চলতি বছর এ ৩০টি আইসিইউ চালু হলে মোট সংখ্যা হবে ৫০।

অনেক সময় রোগীর অবস্থা খুব ঝুঁকিপূর্ণ না হলেও মেজর সার্জারির পর রোগীকে আইসিইউতে রাখা হয়। গুরুতর অসুস্থ রোগীকে সুস্থ করে তুলতে বেশিরভাগ সময়েই ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। রোগীর অবস্থা সঙ্কটজনক হলে আইসিউতে সবরকমের সাপোর্ট দিয়ে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এ ব্যবস্থার মূল লক্ষ্য।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।