ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেছোবাঘ না বিড়াল, ৪ ঘণ্টায়ও উদ্ধারে আসেনি বনবিভাগ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
মেছোবাঘ না বিড়াল, ৪ ঘণ্টায়ও উদ্ধারে আসেনি বনবিভাগ 

চট্টগ্রাম: কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিক থেকে একটি মেছোবাঘ আটক করে স্থানীয়রা। বয়সে কম হলেও আটকে রাখা মেছোবাঘটি দেখে অনেকেই বলছেন বড় বিড়াল।

তবে সেটি উদ্ধারে চার ঘণ্টায়ও এখন পর্যন্ত বন বিভাগের কোন কর্মকর্তা ব্যবস্থা নেননি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মইজ্জ্যারটেক আবাসিক এলাকার ঝোপ থেকে মেছোবাঘটিকে আটক করে স্থানীয়রা।

 

আটককৃত মেছোবাঘ বা বন বিড়ালটির উচ্চতায় এক ফুট ২৫-৩০ ইঞ্চি লম্বা।  

পটিয়া উপজেলা বন কর্মকর্তা মো. নূরে আলম হাফিজ ও কেইপিজেড বন্যপ্রাণী ইউনিটে মোবাইল ফোনে বিষয়টি জানানো হলেও মেছোবাঘটিকে উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় যুবক ইমরান জানান, এখন আবার ছেড়ে দেওয়া হলে অন্য কাউকে যদি কামড়ে দেয় বা কেউ বাঘটিকে মেরে ফেলে এ ভয়ে মেছোবাঘের ছানাটিকে ছাড়তেও পারছেন না তারা। কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেনকে জানিয়েছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন বিভাগকে জানিয়েছেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।