ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গৃহবধূ থেকে চাঁদা দাবি, একজন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
গৃহবধূ থেকে চাঁদা দাবি, একজন কারাগারে মাঈন উদ্দিন রিপন

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলায় মাঈন উদ্দিন রিপন (৫২) নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের আদালত এ আদেশ দেন।

আসামি মাঈন উদ্দিন নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।  

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী ভুক্তভোগী লতিফুন্নেসা (৫২) পাহাড়তলী থানার এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর মালিকানাধীন একটা ভূমি বিক্রয় নিয়ে মামলার ঘটনার সূত্রপাত। লতিফুন্নেসা তার ভূমি ৪ কোটি ৬০ লাখ টাকা দিয়ে বিক্রির জন্য ২০ লাখ টাকা দিয়ে বায়না করেন। এর পরপরই আসামি মাঈন উদ্দিন লতিফুন্নেসার কাছে নানা সময়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। এ অভিযোগে ভুক্তভোগী গত বছরের ৩১ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। আদালতের আদেশে মামলাটি তদন্ত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট। সংস্থাটির পরিদর্শক (প্রশাসন) কাজী এনায়েত কবীর মামলাটি তদন্ত করে মাঈন উদ্দিন রিপনসহ দুই আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ বাংলানিউজকে বলেন বলেন, চাঁদাবাজি মামলায় আদালত থেকে জারি হওয়া ওয়ারেন্টমূলে মাঈন উদ্দিন নামে এক আসামিকে বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারহানা লিজা  বলেন, চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার আসামি মাঈন উদ্দিনকে পাহাড়তলী থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।