ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শীতার্তদের পাশে সিআইডি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
চট্টগ্রামে শীতার্তদের পাশে সিআইডি

চট্টগ্রাম: নগরের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিট।

শুক্রবার (২৬ জানুয়ারি) জুমার নামাজের পর নগরের চকবাজার মিসকিন শাহ মাজার ও দেবপাহাড় জামে মসজিদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় সংস্থাটির চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসপি) শাহনেওয়াজ খালেদ এবং সংস্থাটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিআইডি এসপি শাহনেওয়াজ খালেদ বলেন, তীব্র শীতে গরম পোশাকের অভাবে লোকজন কষ্ট পাচ্ছেন।

তাই একটি পোশাক কারখানার সহায়তায় মানবিক দৃষ্টিকোণ থেকে এ কর্মসূচি পালন করা হয়েছে। আমি সামর্থ্যবান সবাই শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।