ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাষ্ট্রপতির সঙ্গে চবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
রাষ্ট্রপতির সঙ্গে চবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম: রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

রোববার (২৮ জানুয়ারী) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহামান্য রাষ্ট্রপতিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সর্ম্পকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্যের সফলতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।