ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেকারি ও মুড়ির কারখানাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
বেকারি ও মুড়ির কারখানাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকায় অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে তামুর ফুডস বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

এ ছাড়া অস্বাস্থ্যকর, নোংরা ফ্লোরে মুড়ি ভাজাসহ চাল ও বাদাম মজুদের অপরাধে শ্রী দুর্গা মুড়ি কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে এ জরিমানা করা হয়।  

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।