ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পররাষ্ট্রমন্ত্রীর কম্বল পেয়ে রাঙ্গুনিয়ার শীতার্তদের মুখে হাসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
পররাষ্ট্রমন্ত্রীর কম্বল পেয়ে রাঙ্গুনিয়ার শীতার্তদের মুখে হাসি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার প্রত্যন্ত এলাকা খুরুশিয়া গ্রামের ৫৫ বছর বয়সী আসমা বেগম। তীব্র শীতে কাহিল অবস্থা বৃদ্ধা আসমার।

সহায় সম্বলহীন আসমার শীত নিবারণে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ড. হাছান মাহমুদ এমপি'র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে কম্বল উপহার দেওয়া হয়েছে। শীতের কম্বল পেয়ে স্ফীত হাসি ফুটেছে বিধাব আসমা বেগমের মুখে।
 

তিনি বলেন, গ্রামের গরিবদের শীতের কষ্ট দেখার লোক নেই। যিনি আমাদের মতো গরিব মানুষের খোঁজ নিয়ে শীতে কম্বল দিয়েছে তাকে আল্লাহ বাঁচায় রাখুক।

 শুধু বৃদ্ধা আসমা বেগমই নন, এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম রাঙ্গুনিয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখন পর্যন্ত ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এতে তাঁদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

এনএনকে ফাউন্ডেশন সুত্রে জানা যায়, চলতি শীতের শুরু থেকে নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং পাশের বোয়ালখালী উপজেলার শ্রীপুর—খরণদ্বীপ ইউনিয়নের শীতার্তদের মাঝে প্রতিবছর কম্বল বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে এ পর্যন্ত প্রায় ৫ হাজার শীতার্তের কাছে পৌঁছানো হয়েছে কম্বল। রাঙ্গুনিয়ার প্রত্যন্ত গ্রামে কিংবা পাহাড়ে বসবাসকারী, এতিমখানাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ শীতার্ত দরিদ্র পরিবারগুলোর দরজায় কম্বল পৌঁছানো হয়েছে। শুধু কম্বলই নয়, এই দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে সারাবছর ধরেই দরিদ্র অসহায়দের নানাভাবে সহযোগিতা করা হয়।

এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, পার্বত্য পাহাড়ের পাদদেশে কর্ণফুলি নদী বিধৌত রাঙ্গুনিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পাহাড়—সমতল বেষ্টিত। ফলে এখানে শীতের তীব্রতা রয়েছে। গত কিছুদিনের শীতের তীব্রতা টের পাচ্ছে রাঙ্গুনিয়ার শীতার্ত মানুষ। সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও দরিদ্র শ্রেণির জনগোষ্ঠী। শীতার্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। কম্বল পেয়ে খুশি দরিদ্র জনগোষ্ঠী। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।