ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের দু’বার যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের দু’বার যাবজ্জীবন প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানান এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় ইসকান্দর মিয়া (৩০) নামে এক যুবককে দুইবার যাবজ্জীবন ও আইয়ুব আলী প্রকাশ লেদা মিয়া (২৮) নামে আরেক আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা দেয়ারও আদেশ দিয়েছেন।

সোমবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সিরাজদ্দৌলা কুতুবী এই রায় দেন। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলার নথি থেকে জানা যায়, নগরের ডবলমুরিং এলাকায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ২০১৮ সালের ১৩ এপ্রিলে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে তাকে ধর্ষণ করেন এক আসামি। এই ঘটনায় কিশোরী বাবা বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। একই বছরের ৩১ অক্টোবর তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট  নজরুল ইসলাম সেন্টু বাংলানিউজকে বলেন, ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি ইসকান্দর মিয়াকে অপহরণের দায়ে যাবজ্জীবন ও ধর্ষণের দায়ে যাবজ্জীবনসহ পৃথক দুই ধারায় দুইবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে দুটি সাজা একসঙ্গে চলবে। আরেক আসামি আইয়ুব আলীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।