ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কদলপুর আইডিয়াল হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
কদলপুর আইডিয়াল হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন 

চট্টগ্রাম: রাউজানের কদলপুর আইডিয়াল হাইস্কুল ও গ্রিন শাইন কে.জি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠান সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন এনআরবি সিআইপি এসোসিয়েশনের সহ সভাপতি শেখ ফরিদ আহমেদ সিআইপি। সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
পরিচালনা কমিটির সদস্য জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন চৌধুরী।  

বক্তব্য রাখেন মফিজুল আলম চৌধুরী, মোবারক শাহ চৌধুরী, মাস্টার আবু আহমেদ, মাওলানা এস এম খালেদ আনসারী, শাহাজাদা ছৈয়দ মকসুদুল আলম। কোরআন তেলওয়াত করেন ক্বারী মাওলানা আনিসুল ইসলাম। শপথবাক্য পাঠ করেন ছাত্রী নাদিয়া সুলতানা মাহী। শুরুতে প্রধান অতিথি ও সভাপতিসহ অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন প্রতিযোগিতার উদ্বোধন করেন।  

সভায় প্রধান অতিথি ছিলেন শেখ ফরিদ আহমেদ সিআইপি বলেন ‘আমরা বিদেশে থাকলেও আমাদের মন পড়ে থাকে দেশে। দেশের মানুষের কাজে কিভাবে সহযোগিতা করা যায়, সেটাই আমাদের চিন্তাধারায় থাকে। ’ 

সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী বলেন ‘এই স্কুলটি ৬জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে আইডিয়াল হাইস্কুল রাউজানের মধ্যে পরীক্ষায় সফলতাসহ নানা কারণে স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যেতে চাই। ’ 

অনুষ্ঠানে প্রধান অতিথি এনআরবি সিআইপি এসোসিয়েশনের সহ সভাপতি শেখ ফরিদ আহমেদ সিআইপিকে স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।