ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

শেখ হাসিনার প্রচেষ্টায় পাহাড়ে শান্তির ছোঁয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
শেখ হাসিনার প্রচেষ্টায় পাহাড়ে শান্তির ছোঁয়া ...

চট্টগ্রাম: দৃষ্টিভঙ্গি আলাদা হলেও আমাদের পরিচয়- আমরা বাংলাদেশি। আমাদের দেশ বাংলাদেশ।

মুক্তিযুদ্ধ আমাদের চেতনা। এই মনোভাব সবার মধ্যে জাগ্রত থাকলে এদেশ পরিণত হবে সোনার বাংলায়।
 

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই অভিমত ব্যক্ত করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা’র সভাপতিত্বে বুধবার (৩১ জানুয়ারি) রাতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশের অবিচ্ছেদ্য বৈচিত্র্যময় জনপদ পার্বত্য চট্টগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বর্তমানে এই জনপদে শান্তির ছোঁয়া লেগেছে, যা অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর দূরদর্শী পরিকল্পনা ছিল। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তা এখন ক্রমান্বয়ে বাস্তবায়িত হচ্ছে। গড়ে উঠেছে উন্নত যোগাযোগ ব্যবস্থা।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট মানুষ এবং স্মার্ট সমাজব্যবস্থা। বর্তমান সরকার ইতিমধ্যে স্মার্ট জাতি গঠনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সকলের স্মার্ট মানসিকতায় অচিরেই তা বাস্তবায়িত হবে। রক্তের বিনিময়ে পাওয়া এ দেশ। এটি গড়ার দায়িত্ব আমাদের সকলের।  

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজে’র সহ-সভাপতি অনিন্দ্য টিটো এবং প্রেস ক্লাবের দাতা সদস্য চিত্রশিল্পী দীপক দত্ত।

সভাপতির বক্তব্যে সালাহউদ্দিন মো. রেজা বলেন, জীবনের কঠিন পথ পেরিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আজকের এই অবস্থানে উপনীত হয়েছেন। সাধারণ মানুষের সাথে আছে তাঁর নিবিড় সম্পর্ক। তাঁর প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রামে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারা আরও গতিশীল হবে বলে আমার বিশ্বাস।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, দেশের প্রতিটি জনগোষ্ঠীর এক হওয়া গেলে আমাদের জাতিগোষ্ঠী স্বমহিমায় মহিমান্বিত হবে। উন্নত জাতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন।  

অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মঞ্জুরুল আলমমঞ্জু এবং সিইউজে’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহররম হোসাইন, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।