ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিরাপদ বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে চায় উইকন প্রপার্টিজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
নিরাপদ বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে চায় উইকন প্রপার্টিজ 

চট্টগ্রাম: নগরের হালিশহরে উদ্বোধন করা হয়েছে উইকন প্রপার্টি ইনভেষ্টমেন্ট ফেস্ট ২০২৪।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে হালিশহর বড়পোল এলাকায় উইকন হক’স বে ল্যান্ডমার্ক কমার্শিয়াল প্রজেক্টে এ মেলার উদ্বোধন করা হয়।

 

এই ফেস্টের শুভ উদ্বোধন করেন উইকন ও পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, চেয়ারম্যান সাদমান সাঈদা, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, পরিচালক স্থপতি রতন মন্ডল, পরিচালক ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন খান, পরিচালক মোস্তাফা আমিনুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, হেড অফ বিজনেস এন্ড অপারেশন নাজমুল বিন আবেদীন, উইকন জিএম অপারেশন নাজমুল হোসাইন, উইকন ডিজিএম মনিরুজ্জামান শাকিল, এজিএম মাসুদ চৌধুরী, ভূমির মালিক আব্দুল হক।  

ইনফ্ল্যাশনের এই সময়ে ক্রেতাদের কস্টার্জিত অর্থ নিরাপদ ও হালাল বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে উইকন প্রপার্টিজ লিমিটেডের এই বিশেষ এই আয়োজন বলে জানান প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, ১৫ লাখ জনগোষ্ঠীর হালিশহরে, আধুনিক নাগরিক সুবিধার সবকিছু থাকবে এই আইকনিক কমার্শিয়াল প্রজেক্টে। যা এই সময়ে ঐ এলাকার নাগরিকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার বলেন, এই কমার্শিয়াল প্রজেক্টে গতিশীল বিনিয়োগে আস্থা রাখতে পারবে যে কেউ এবং যেখানে প্রতিটি বিনিয়োগ হবে নিরাপদ।

তিনি আরও বলেন, উইকন প্রপার্টিজ ইনভেষ্টমেন্ট ফেস্ট ২০২৪ প্রপার্টিতে বিনিয়োগে পেশাদার ও উৎসাহীদের একত্রিত করার জন্যে একটি নিবেদিত প্রচেষ্ঠা। যেখানে একে অপরকে সহযোগিতা, সৃষ্টিশীল, পরিবেশবান্ধব, আধুনিক অর্থনীতিতে গতিশীলতা ও চট্টগ্রামের বাণিজ্যিক উন্নয়নে ভবিষ্যতে রিয়েল এস্টেট বিনিয়োগে সুনিপুণ সম্ভাবনা গড়ে তুলবে।

উইকন ও পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী জানান, উইকন হক’স বে ল্যান্ডমার্ক কমার্শিয়াল প্রজেক্টে থাকছে হেলথ কেয়ার সেন্টার এবং বিভিন্ন ব্র্যান্ড শপের সমারোহ যা ক্রেতাদের আকৃষ্ট করবেই। এই প্রজেক্টের রুফটপে থাকবে দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট। যা ফুড লাভারদের মাঝে বাড়িয়ে দিবে এক নতুন মাত্রা। ভবিষ্যতে এই ধরনের প্রপার্টি ফেস্ট আয়োজন করা হবে ক্রেতা ও বিনিয়োগকারীদের হালাল ইনকামের জায়গা করে দিতে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।