ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইএমসিতে পিঠা উৎসব 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
সিআইএমসিতে পিঠা উৎসব 

চট্টগ্রাম: চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে (সিআইএমসি) অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।  

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সমাপনী দিনে পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় এ উৎসব।

এর আগে গত ১৭ জানুয়ারি শুরু হয় এই উৎসব। প্রায় আড়াই হাজার শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা নিজেদের তৈরি পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন।
  
  
১৫ দিনব্যাপি অনুষ্ঠিত এ উৎসবে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট, লং জাম্প, হাইজাম্পসহ প্রায় ৩০টি ক্রীড়া ইভেন্ট। পাশাপাশি ছিল সংস্কৃতি আয়োজনও। মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।     

সমাপনী দিনে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন তিন কলেজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ফর অ্যাডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ।  

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল  বিশ্ববিদ্যালয়ের ডীন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আকতার, ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, ট্রেজারার ও সিআইডিসি গভর্নিং বডির সভাপতি জালাল উদ্দিন আকবর, সিআইএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. মো. আমির হোসেন, সিআইডিসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী হোসাইন, সিআইডিসিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. মো. শাহিকুল জাব্বার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের অধ্যক্ষ রুবি দত্ত ও  ৪নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক এসরাল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।