ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাঠে গড়ালো টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
মাঠে গড়ালো টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রাম: জমকালো আয়োজনে মাঠে গড়ালো টিভি ক্যামেরা  জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট।  

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা।

 

অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ, চট্টগ্রামের রেস্টুরেন্ট ও টুরিজম ব্যাবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, সময় টিভি একাদশের টিম ম্যানেজার ফেরদৌস লিপি, অধিনায়ক কমল দে, আর টিভি একাদশের টিম ম্যানেজার এমরাউল কায়েস মিঠু, অধিনায়ক সুবল বড়ুয়া, ইন্ডিপেন্ডেন্ট টিভি একাদশের টিম ম্যানেজার আহসান রিটন, অধিনায়ক আলমগীর সবুজ, বাংলা টিভি একাদশের টিম ম্যানেজার মিটু খান, অধিনায়ক চৌধুরী লোকমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সহ-সম্পাদক বাবুন পাল, সাংগঠনিক সম্পাদক  বাসু দেব, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সনজীব দে বাবু ও মো. হাসান উল্ল্যাহ।

উদ্বোধনী ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট টিভি একাদশকে ১-০ গোলে পরাজিত করে বাংলা টিভি একাদশ। দলের হয়ে একমাত্র গোলটি করে ম্যাচ সেরা হন বিপ্লব পার্থ। দিনের অপর ম্যাচে সময় টিভি একাদশের সাথে ১-১ গোলে ড্র করেছে আরটিভি একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ হন সময় টিভি একাদশের মোহাম্মদ ইকবাল।

পুরো সময়জুড়ে মনোমুগ্ধকর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো উপভোগ করেন চট্টগ্রামে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।  

আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের খেলা। সকাল আটটায় প্রথম ম্যাচে আরটিভি একাদশের সঙ্গে লড়বে ইন্ডিপেন্ডেন্ট টিভি একাদশ। আর দ্বিতীয় ম্যাচে বাংলা টিভি একাদশের মোকাবেলা করবে সময় টিভি একাদশ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।