ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি

চট্টগ্রাম: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগ ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এমএ আজিজ স্টেডিয়াসের প্রশিক্ষণ মাঠে আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি জেলা দল। রানার্স আপ হয়েছে চট্টগ্রাম জেলা দল।

এ দিন নোয়াখালী ২-০ সেটে কুমিল্লাকে, খাগড়াছড়ি ২-০ সেটে কুমিল্লাকে এবং চট্টগ্রাম ২-০ সেটে কুমিল্লাকে পরাজিত করে।   

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা সহ-সভাপতি মুহাম্মদ আনোয়ার পাশা। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম।  

স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজুদ্দীন মো. আলমগীর। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু এবং প্রতিযোগিতা প্রস্তুতি পরিষদের সদস্য ও সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল।  

সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য মো. শোয়াইব, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, নির্বাহী সদস্য মো. আরিফুর রহমান, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মার্মা, সিজেকেএস নির্বাহী সদস্য রেজিয়া বেগম ছবি, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খান, আজাদ রহমান, সরকারি শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক সাইফুল্লাহ মুনির, সিজেকেএস ভলিবল কমিটির যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারি প্যানেলের সদস্য দিলুর হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।