ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র মামলার ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. সামছুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।  

 রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ৫টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বাংলানিউজকে বলেন, ২০০৭ সালের ৩ মার্চ নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি অংকুর স্কুলের সামনে থেকে দুই সহযোগীসহ ছিনতাই করার সময় অস্ত্রসহ মো. সামছুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২২ সালের ১৮ মে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২টি ধারায় মো. সামছুদ্দিনকে দোষী সাব্যস্ত করে অস্ত্র আইনে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন।

 

তিনি আরও বলেন, গোপন সংবাদ ভিত্তিতে রোববার বিকেলে পাঁচটার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অভিযান সামছুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সামছুদ্দিনের  বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় দ্রুত বিচার, অস্ত্র, নারী শিশু এবং সাতকানিয়া থানায় অস্ত্র, ডাকাতিসহ সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।