ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে ইসপা বেকারিকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
মীরসরাইয়ে ইসপা বেকারিকে লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের দায়ে ইসপা বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আবুতোরাব এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

এছাড়া অভিযানে আবুতোরাব বাজারের মেসার্স ভূঁইয়া অয়েল মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান হিমেল ও পরিদর্শক জিল্লুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, মীরসরাই উপজেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোড়ক নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ও বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।