ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে তিন বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
সীতাকুণ্ডে তিন বাড়িতে ডাকাতি ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বড়দারোগাহাটে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৭-৮ জনের ডাকাতদল দুই গ্রামের তিনটি বাড়ির লোকজনকে জিম্মি করে অস্ত্রের মুখে লুটপাট চালায়।

জানা গেছে, উত্তর ফেদাইনগর এলাকার বাসিন্দা একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌসের বাড়ির দরজার তালা ভেঙে ঢুকে তত্ত্বাবধায়ক মো. রফিক মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ডাকাত দল। তারা ঘরের আলমারি খুলে লুটপাট চালায়।

পরে পাশের গ্রাম ফুলগাজীতে আমান উল্লাহ মেম্বার ও নাদেরুজ্জামানের বাড়িতে লুটপাট চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মোমিন জানান, মঙ্গলবার (৬ ফেক্রুয়ারি) রাত ৩টার দিকে ৭-৮ জনের সশস্ত্র দল সাংবাদিক হাসান ফেরদৌসের বাড়িতে ডাকাতি শেষে ফেরার পথে ফুলগাজী গ্রামে দুটি বাড়িতে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।