ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইঞ্জিনের সঙ্গে কর্ণফুলী এক্সপ্রেসের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
ইঞ্জিনের সঙ্গে কর্ণফুলী এক্সপ্রেসের সংঘর্ষ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ফৌজদারহাটে কর্ণফুলী এক্সপ্রেসের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের দুই লোকোমাস্টার আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ফৌজদারহাট স্টেশন অতিক্রম করার পর দুর্ঘটনার কবলে পড়ে।

ওই লাইনে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ট্রেনের দুই চালক আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।