ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে দুই ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
ফটিকছড়িতে দুই ডাকাত আটক ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাদের ফটিকছড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড চারাবটতল আব্বাস সিকদার বাড়ির মো. নুরু উদ্দিন সিকদারের ঘরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- পাইন্দং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখ আব্বাস তালুকদার বাড়ির নুরুচ্ছাপার ছেলে মো. রহমত উল্লাহ (২৯) ও কচির মুহাম্মদ চৌধুরী বাড়ির কামাল উদ্দিনের ছেলে মো. ফারুক (৩০)।

ফটিকছড়ি থানা সূত্রে জানা যায়, গভীর রাতে ১০-১২ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢোকার চেষ্টা চালায়। টের পেয়ে এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এসময় দুইজনকে আটক করা হয়। তাদের কাছে ২টি লম্বা দা, ২টি ছুরি, ১টি লোহার রড, ১টি লোহার পাত, ১টি গ্রীল ও তালা কাটার হেক্সো ব্লেড, ১টি রেঞ্জ এবং দুইটি পুরাতন হেক্সো ব্লেড পাওয়া গেছে।  

ফটিকছড়ি থানার ওসি মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, পুলিশ ডাকাতদলের ২ সদস্যকে আটক করেছে। আটককৃতরা ১০-১২ জনকে নিয়ে ডাকাতি করতে যাওয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।