ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সব সংস্থার মধ্যে সমন্বয়ের তাগিদ গণপূর্তমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
সব সংস্থার মধ্যে সমন্বয়ের তাগিদ গণপূর্তমন্ত্রীর ...

চট্টগ্রাম: নগরের উন্নয়নে সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের সার্কিট হাউজে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও গৃহায়ন-গণপূর্তের কর্মকর্তাদের সঙ্গো বৈঠকের পর সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

 

তিনি বলেন, অপরিকল্পিত-অসমন্বিত কাজ পরিহার করে সমন্বিত কাজে আমরা বিশ্বাস করি। এজন্য আমরা বারবর সমন্বয়ের কথা বলছি।

সমন্বয়হীন কোনো কাজ হবে না। আমাদের সাথে যে অর্গানাইজেশনগুলো কাজ করছে তার বাইরে সিটি করপোরেশনও গুরুত্বপূর্ণ। সিটি করপোরেশন আমার সাথে সরাসরি যুক্ত নয়, কিন্তু সকল কাজে তাদের দরকার পড়ে। প্রশাসনকেও যে কোনো কাজ করতে প্রয়োজন হয়। প্রশাসনের সাথেও সমন্বিত রূপ আমাদের থাকতে হবে।  

গণপূর্তমন্ত্রী বলেন, বড় বড় অর্গানাইজেশনগুলোর কাজ কিভাবে চলছে, কিভাবে তারা কাজ করছেন অথবা কোন কাজ স্থবির হয়ে আছেন; কাজগুলো যেভাবে আছে সেটা জানার জন্য চট্টগ্রামে এসেছি। তিনটি গুরুত্বপূর্ণ সংস্থার সাথে বসেছি। সিডিএ, এনএইচএ এবং পিডব্লিওডি এই তিনটি সংস্থার বিষয়গুলো জেনেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমার কাছে আলাদ্দিনের কোনো চেরাগ নেই। আইন ও বিধিবিধান মেনে কাজ করলে কোনো দুর্নীতি বাংলাদেশে থাকবে না। এটা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ কাজ করবো। সবাইকে বিধিবিধান ও আইনের মধ্যে থেকে সকল সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে সিডিএ ও গৃহায়ন ও গণপূর্তের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি। এ সময় চট্টগ্রামে চললাম উন্নয়ন কর্মকাণ্ডগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন।  

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ওয়াছি উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।