ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার কোর্ট বিল্ডিং থেকে ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. হারিফ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর লকআপ রুমের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

হারিফ মিয়া (২৩), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার চর হেন্দা এলাকার আহেদ আলীর ছেলে।

থানা ও আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে হারিফ প্রথমে কোর্ট পরিদর্শক রফিক উল্লাহকে ফোন করেন এবং নিজেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পরিচয় দেন।

তিনি পরিদর্শক রফিককে বলেন, বৃহস্পতিবার সকালে একজন ব্যক্তি তার ছোট ভাইকে দেখতে আদালতে আসবেন যাকে একটি মামলায় আদালতে হাজির করা হবে। তিনি রফিককে অভিযুক্তদের সঙ্গে বৈঠকের জন্য একটি বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দেন। তার সন্দেহজনক আচরণ এবং অপ্রাসঙ্গিক উচ্চারণের জন্য রফিক বৃহস্পতিবার সকালে একটি ব্যাগ নিয়ে আদালতে এলে তাকে চ্যালেঞ্জ করে।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চট্টগ্রাম মহানগর হাজতখানার ইনচার্জ পুলিশ পরিদর্শক রফিক উল্লাহ বাংলানিউজকে বলেন, হারিফ মিয়া নিজেকে একজন উচ্চ সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তার সন্দেহজনক আচরণ এবং অপ্রাসঙ্গিক উচ্চারণের জন্য, রফিক সকালে একটি ব্যাগ নিয়ে আদালতে এলে তাকে চ্যালেঞ্জ করে। পরে সিএমপির প্রসিকিউশন সেকশনের একজন সাব-ইন্সপেক্টর (এসআই), যিনি গত বছর বন্দর এলাকায় জালিয়াতিকে গ্রেপ্তার করেছিলেন, তাকে শনাক্ত করেছিলেন।

তিনি আরও বলেন, লকআপ রুমের সামনে থেকে হারিফ মিয়াকে 
গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্দে কোতোয়ারী থানায় মামলা করা হয়েছে। পরে তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হযয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।