ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চাচাতো ভাইকে হত্যার দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
চাচাতো ভাইকে হত্যার দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পাহাড়তলীর ফিরোজ আলম বাঁধন নামে ১৩ বছরের চাচাতো ভাইকে হত্যার পর মরদেহ গুমের অভিযোগে হৃদয় আলী মল্লিক (৩১) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় দিয়েছেন।

 

হৃদয় আলী মল্লিক, নগরের পাহাড়তলী থানার ফইল্যাতলী এলাকার বাসিন্দা মফিজুল আলম মল্লিকের ছেলে। তাদের বাড়ি দিনাজপুর জেলায়।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট এম এ নাসের। তিনি জানান, নয় জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি হৃদয় আলী মল্লিককে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, নগরের ফইল্যাতলী এলাকায় পাশাপাশি বাসায় ভাড়ায় দুই ভাই মফিজুল আলম মল্লিক ও রমজান আলী মল্লিক বসবাস করতেন। ২০১৬ সালের ৩ মে রমজানের ছেলে বাঁধন নিখোঁজ হয়। ছেলের সন্ধানে রমজান পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ বাঁধনকে উদ্ধারে অভিযানে নামে নগর গোয়েন্দা পুলিশের টিম (ডিবি)। ৩ দিনেও উদ্ধার না হওয়ায় ৭ মে পাহাড়তলী থানায় অপহরণের মামলা করেন রমজান। বাঁধনের নিখোঁজ রহস্য উদঘাটনের দায়িত্বে ছিলেন নগর গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ও বর্তমানে পাঁচলাইশ থানার (ওসি) সন্তোষ কুমার চাকমা। পরে বাধঁনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮ এবং দণ্ডবিধির ৩০২, ৩৮৫, ৩২৮ ও ২০১ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।