ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষি জমির মাটি কাটার দায়ে কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
কৃষি জমির মাটি কাটার দায়ে কারাদণ্ড  ...

চট্টগ্রাম: সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

এসময় সাতকানিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আরফাত (২৬) বাঁশখালীর সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বড়পুকুর পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র।

 

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস জানান, টপসয়েল কাটার সময় আটক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।