ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অভিযোগের পাহাড় মাথায় নিয়ে স্ট্যান্ড রিলিজ, ঠেকাতে চান প্রকৌশলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
অভিযোগের পাহাড় মাথায় নিয়ে স্ট্যান্ড রিলিজ, ঠেকাতে চান প্রকৌশলী ...

চট্টগ্রাম: সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ। গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

সেখানে তিনি ৫ কোটি টাকায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। প্রভাব খাটিয়ে সেই বাড়িতে যেতে সরকারের ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন রাস্তা।
চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা জামালখানে কিনেছেন আলিশান ফ্ল্যাটও।

প্রভাব খাটিয়ে চার বছর ধরে নিজের এলাকায় চাকরির পাশাপাশি নিজের দপ্তরে চাকরি দিয়েছেন পরিবারের ৮ জনকে। সরকারি নিয়োগপ্রাপ্ত আগের দক্ষ কর্মচারীদের বাদ দিয়ে পরিবারের লোকজনকে বসিয়েছেন পছন্দমতো পদে। এরপর তাদের মাধ্যমে পছন্দের ঠিকাদারদের নিয়ে কাজ ভাগিয়ে নেন। পরবর্তীতে ঠিকাদারদের কাছ থেকে নির্দিষ্ট হারে গ্রহণ করেন কমিশন।

নানা অভিযোগের পাহাড় মাথায় নিয়ে গত ৭ ফেব্রুয়ারি স্ট্যান্ড রিলিজ হন নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ। সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের সই করা প্রজ্ঞাপনে তাকে বান্দরবান সড়ক বিভাগে বদলি করা হয়। একই আদেশে তার স্থলাভিষিক্ত করা হয়েছে সওজ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমাকে। প্রজ্ঞাপনে এ দুই কর্মকর্তাকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে স্থানীয় ব্যবস্থার মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়। নতুবা ১৫ ফেব্রুয়ারি থেকে কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে এই বদলি আদেশ ঠেকাতে তৎপর হয়েছেন অভিযুক্ত প্রকৌশলী সুমন সিংহ। ধরনা দিচ্ছেন সরকারের উচ্চমহলে।  

সওজ সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন সিংহ পটিয়ায় বাড়ি নির্মাণের পাশাপাশি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ভেঙে কিনেছেন ফ্ল্যাট। নিয়মের তোয়াক্কা না করে নিজের পছন্দের ঠিকাদারকে টেন্ডারের গোপনীয় তথ্য প্রদান করেন। টিংকু ধর ও নিউটন সিংহ নামে দুজনই নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের চাচাতো ভাই। তাদের দিয়ে পছন্দমতো ঠিকাদারকে কাজ দেন প্রকৌশলী সুমন।  

বিধিমালা ৩ (ডি) ভেঙে কাজ শুরুর আগে টেন্ডার ভাগাভাগি করে প্রতি ঠিকাদার থেকে ৫ শতাংশ টাকা আদায় করেন প্রকৌশলী সুমন সিংহ। তিনি সুনির্দিষ্ট কয়েকজন ঠিকাদারের মাধ্যমে সব কাজের কার্যাদেশ প্রদান করেন। এতে স্থানীয় ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হন এবং প্রতিযোগিতা কমে যায়। ফলে সুনাম ক্ষুণ্ণ হয় সরকারের। এছাড়া খেয়ালখুশি মতো অফিস করেন সুমন। কোনো কোনো সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গায়েব হয়ে যান। আবার কয়েকদিন পর কর্মস্থলে হাজির হন। এতে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম এবং ক্ষতিসাধন হচ্ছে সরকারের।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগে অফিস করেন প্রধান নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ। এই অফিসেই তার পরিবারের আরও ৮ জন চাকরি করেন। নিয়ম নীতির তোয়াক্কা না করে তাদের নিয়োগ প্রদান করা হয়। এই নিয়োগে কোনো পরীক্ষা নেওয়া হয়নি। এদের মধ্যে রয়েছেন তার ভাবি নির্বাহী প্রকৌশলী সুপ্রিয়া সিংহ, কম্পিউটার অপারেটর চাচাতো ভাই সুব্রত সিংহ ও ভাগনি চৈতী দেব। চাচা স্বপন চৌধুরী ও মাধু সিকদারকে শ্রমিক পদে নিয়োগ দেওয়া হয়। আরেক চাচা পুলক সিকদার ও চাচাতো ভাই অভি চৌধুরীকে গার্ড পদে এবং চাচাতো ভাই প্রভাত মল্লিককে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হয়।

সওজ চট্টগ্রামের এক কর্মকর্তা জানান, দক্ষিণ সড়ক বিভাগে যথাযথ প্রক্রিয়ায় সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত কম্পিউটার অপারেটর রয়েছে। তারপরও নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ তাকে ওএসডি করে সুব্রত সিংহকে সড়ক বিভাগের সকল টেন্ডার ও বিলিং কার্যক্রমের দায়িত্ব দিয়ে দেন।

শুধু বাড়িতে যেতে ৪০ লাখ ২০ হাজার টাকার রাস্তা

পটিয়ার কচুয়াই গ্রামে বাড়ি সুমন সিংহের। শুধুমাত্র তাদের পারিবারিক ২০০ মিটার ও ১৫০ মিটারের দুটি রাস্তা নির্মাণ করা হয়েছে সরকারি ব্যয়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৪০ লাখ ২০ হাজার টাকা বরাদ্দে বানানো রাস্তা দুটির উপকারভোগীও এই দুই পরিবার। আবার আইন ভেঙে রাস্তা দুটির নামকরণ করা হয়েছে সেই প্রকৌশলীর মা-বাবা ও দাদা-দাদির নামে। ২০০ মিটার রাস্তাটি যোগেন্দ্র-মাধুরী সিংহের নামে, আর ১৫০ মিটারের রাস্তাটি তার মা-বাবা সুহাসিনী-প্রণবের নামে করা হয়েছে। যদিও এলজিইডি কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা ছাড়া সরকারি পরিপত্র অনুযায়ী কোনো ব্যক্তির নামে বর্তমানে সড়কের নামকরণ করা যায় না। আবার রাস্তা দুটির নামকরণ নিয়ে আপত্তি আছে এলাকার লোকজনের। তাদের দাবি, আগে এই রাস্তার নাম ছিল তালতলা টু অলির হাট সড়ক। প্রভাব খাটিয়ে রাস্তার নাম বদলে দিয়েছেন সুমন সিংহ। বিষয়টি নিয়ে অভিযোগ গড়িয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত।

জানতে চাইলে সওজ চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, সবকিছু নিয়ম মেনেই হয়েছে। বদলি ঠেকানোর বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

সওজ’র প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান এ বিষয়ে বক্তব্য দিতে চাননি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।