ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসায়ীর মুনাফা যেমন প্রয়োজন তেমনি ভোক্তার ক্রয়ক্ষমতাও: নওফেল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
ব্যবসায়ীর মুনাফা যেমন প্রয়োজন তেমনি ভোক্তার ক্রয়ক্ষমতাও: নওফেল ...

চট্টগ্রাম: ব্যবসায়ীর মুনাফা যেমন প্রয়োজন তেমনি ভোক্তার ক্রয়ক্ষমতাও দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ৩১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

 

ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, এ মেলা সব ব্যবসায়ীর পণ্য পরিচয়, দক্ষতা অভিজ্ঞতা জ্ঞান অর্জনে সহায়ক হবে। আমরা বলি না দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।

আমরা চাই দ্রব্যমূল্যের স্থিতিশীলতা। প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।  

সামনে রমজান, সংযমের মাস। ভোগের বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা ব্যবসায়ী নেতাদের প্রতি আস্থাশীল।  

ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, চট্টগ্রামে এসেছিলাম কারণ মনে হয়েছে বাণিজ্যিক রাজধানীতে আসা দরকার।  সরকার প্রধান বলেছেন দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে। ব্যবসায়ীরা কথা দিয়েছেন। তারা বলেছেন রমজানে প্রয়োজনীয় জিনিসের সংকট হবে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি আমরা। এ বছর হস্তশিল্পকে বর্ষপণ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। একটি গ্রাম একটি পণ্য, একটি খাদ্য নির্বাচন করে দেশ বিদেশে বাজারজাত করা হবে।

আমি গর্ববোধ করছি আমার বাবা মৃত্যুর আগে পর্যন্ত আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। তার কাছ থেকে শিখেছি মানুষের সঙ্গে থাকা। এমন ডিলার নিয়োগ দেবেন যাতে নির্দিষ্ট দোকান থেকে সংগ্রহ করতে পারেন।

বিশেষ অতিথি সংসদ সদস্য, নৌপরিবহ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক পলিসি রিভিউ করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নয়। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সাড়ে ৩ হাজার বাংলাদেশি আইটেম রপ্তানি ঝুড়িতে যুক্ত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ম্যাজিক অর্থনীতির দেশ বলা হচ্ছে। আজ নদীর তলদেশে গাড়ি চলছে অথচ কর্ণফুলী সেতুর জন্য ১২ বছর আন্দোলন করতে হয়েছিল।

গেস্ট অব অনার এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আমি এখানে আসলে আবেগাপ্লুত হয়ে যাই। দীর্ঘ ১৫ বছর এখানে দায়িত্ব পালন করেছি। এবার ৩১তম মেলা, এটা পূর্ণ যৌবন। স্থায়ী ভেনু করতে হবে। ব্য রেগুলেটরি বডি অটোমেশন করতে হবে। তাহলে কস্ট অব ডুয়িং বিজনেস কমবে, ইজি অব ডুয়িং বিজনেস বাড়বে। বঙ্গবন্ধু শিল্পনগরে পানির সমস্যা নিরসন করতে হবে।  

বিশেষ অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন বলেন, আমি চট্টগ্রাম চেম্বারকে অভিনন্দন জানাই ট্রেড প্রমোশনাল এ মেলা আয়োজনের জন্য। এখন  ভারত -বাংলাদেশ বন্ধুত্বের সোনালি অধ্যায় চলছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি আশাকরি এ শহরের উত্তরোত্তর সমৃদ্ধি আসবে।

সভাপতির বক্তব্যে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, বেসরকারি খাতের বড় বাণিজ্য মেলা সিআইটিএফ। মেলার জন্য স্থায়ী ভেনু নেই চট্টগ্রামে। বাণিজ্যিক নগরী হিসেবে আন্তর্জাতিক মেলা আয়োজনের জন্য স্থায়ী ভেনু থাকা উচিত ছিল।

বঙ্গবন্ধু শিল্পনগর, সীতাকুণ্ড শিল্পাঞ্চল, নদীর ওপারের শিল্পাঞ্চলের সবাই গ্যাস, পানির সংকটে ভুগছে। পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। চট্টগ্রামে গ্যাস সরবরাহ জাহাজে আসা এলএনজি নির্ভর। তাই দুর্যোগের সময় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। তাই গ্যাস রিজার্ভার নির্মাণ করা যেতে পারে।

স্বাগত বক্তব্য দেন সিআইটিএফের চেয়ারম্যান, চেম্বারের পরিচালক একেএম আকতার হোসেন।

উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ডিজি, চট্টগ্রাম চেম্বারের পরিচালকরা।

এবার মেলায় প্রবেশ টিকিটের দাম রাখা হবে ২০ টাকা।

বাংলাদেশ সময় : ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।