ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তারুণ্যের উচ্ছ্বাসে জমজমাট এশিয়া কাপ করপোরেট ফুটবল টুর্নামেন্ট 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
তারুণ্যের উচ্ছ্বাসে জমজমাট এশিয়া কাপ করপোরেট ফুটবল টুর্নামেন্ট  ...

চট্টগ্রাম: টার্ফের সবুজ গালিচার চারপাশে দর্শকদের ভিড়। স্লোগান উঠছে থেমে থেমে।

রেফারি বাঁশি বাজাতেই শুরু হয়ে যায় ফুটবল যুদ্ধ। ২০ মিনিট ধরে চলা ফুটবল শৈলিতে শেষমেশ জয়ের হাসি হাসে ‘অনন্ত গ্রূপ’।
 

তবে শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হলেও দারুণ খেলে সবার মন কেড়ে নিয়েছে কেএসআরএম ফুটবল দল। একইদিন কেএসআরএম ফুটবল টিম দ্বিতীয় ম্যাচ খেলেন এক্সিম ব্যাংক ফুটবল টিমের সাথে। ওই ম্যাচে খেলায় ধারাবাহিক নৈপুণ্য অব্যাহত রাখেন কেএসআরএম ফুটবল টিম। শেষে ৪-১ গোলের বিরাট ব্যবধানে কেএসআরএম ফুটবল টিম জয় ছিনিয়ে আনে। একইদিন বিভিন্ন করপোরেট টিমের আটটি খেলা মাঠে গড়ায়।

এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সের ফুটসাল টার্ফের বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার চিত্র এটি। সেখানে এশিয়ান গ্রুপের পৃষ্ঠপোষকতায় বসেছে ‘করপোরেট ফুটসাল কাপ’ টুর্নামেন্ট।

২৪ দলের অংশগ্রহণে গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই করপোরেট টুর্নামেন্ট। আট গ্রুপে ২৪টি দল অংশ নিয়েছে। ৫ দিনের এ আয়োজনে মাঠে গড়াবে মোট ৩৯ ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন, শাহরিয়ার জাহান রাহাত, এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফন আহমেদ সালাম, উপ ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, কেএসআরএমের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক এবিএম গোলাম কিবরিয়া, জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজউদ্দিন, উপ ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ প্রমুখ।

এমন আয়োজনের জন্য এশিয়ান গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত। তিনি বলেন, এর মাধ্যমে আমাদের মধ্যে একে অপরের প্রতি হৃদ্যতা বাড়বে। করপোরেটদের মধ্যে তৈরি হবে সামাজিক সেতুবন্ধন।

এবার এশিয়া কাপ করপোরেট ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে কেএসআরএম, মেঘনা গ্রুপ, নগদ, বিকাশ, পিএইচপি, ক্লিপটন গ্রুপ, রবি, সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, এক্সিম ব্যাংক, এশিয়া গ্রুপ, চৌধুরী গ্রুপ, ইউনিয়ন ব্যাংক, প্যাসিফিক জিন্স, বাংলালিংক, কিশোয়ান, ম্যাফ সুজ, অনন্ত গ্রপ, কনফিডেন্স সিমেন্ট, বারকোড, ডেকাথলন, মার্স্কসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।