ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
রাউজানে প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ ...

চট্টগ্রাম: রাউজানে প্রবাসী এক বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হাজিপাড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী মোহাম্মদ মুসা (৪৫) রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক।

দুই মাস আগে ওমান থেকে দেশে ফিরেন। স্ত্রী-সন্তানদের নিয়ে হাটহাজারীর মদনহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মা-বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে দুপুরে তিনি গ্রামের মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে কবর জিয়ারত করতে যাওয়ার সময় কয়েকজন যুবক তাঁকে টেনেহিঁচড়ে মসজিদের পার্শ্ববর্তী শৌচাগারের কাছে নিয়ে গিয়ে মারধর করে পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আসামিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।