ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আন্তঃক্লাব অ্যাথলেটিক্স সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আন্তঃক্লাব অ্যাথলেটিক্স সম্পন্ন

চট্টগ্রাম: কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্রীড়া পরিষদের উদ্যোগে ২০তম আন্তঃক্লাব অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৭ ফেব্রুয়ারি) নগরের সাগরিকাস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমি মাঠে এ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন তিনি।
 

অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্রীড়া পরিষদের সভাপতি রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদিক এবং সদস্য সচিব ড. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া রাজস্ব বোর্ড সদস্য ড. মঈনুল খানসহ কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথি তার বক্তব্যে সুস্থ থাকা ও মনোবল চাঙ্গা রাখতে ক্রীড়াচর্চার উপর গুরুত্বারোপ করেন।  

প্রতিযোগিতায় দলগতভাবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি ক্লাব চ্যাম্পিয়ন ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্লাব ঢাকা পশ্চিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ভলিবলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্লাব চট্টগ্রাম চ্যাম্পিয়ন ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্লাব যশোর রানার্সআপ হয়েছে। টেনিস ইভেন্টের দ্বৈতে সোলায়মান-রবীন্দ্র কুমার সিং জুটি চ্যাম্পিয়ন ও আকবর হোসেন-শহীদুল ইসলাম জুটি রানার্সআপ হয়েছেন। কাস্টমস ও ভ্যাট বিভাগের প্রায় এক হাজার ক্রীড়াবিদ ৫৪টি ইভেন্টে অংশ নেন।  

এর আগে গত বৃহস্পতিবার বিভিন্ন ইভেন্টের বাছাই ও কয়েকটি ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা  দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।