ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের সেলাই মেশিন-রিকশা ভ্যান বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের সেলাই মেশিন-রিকশা ভ্যান বিতরণ

চট্টগ্রাম: বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) চট্টগ্রামে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে রিকশা ভ্যান, সেলাই মেশিন এবং ফুড কার্ট দিয়েছে।  

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি বেইস চট্টগ্রাম সিজিএফডব্লিউএ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ।

 

তিনি গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে রিকশা ভ্যান, সেলাই মেশিন এবং ফুড কার্ট বিতরণ করেন। এ ছাড়া গরিব ও অসহায় নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কোস্ট গার্ড কর্তৃক আয়োজিত নকশিকাঁথা, আল্পনা এবং মৃৎশিল্প প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ৮ জনের হাতে সনদ তুলে দেন।

 

বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।