ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় গোয়াল ঘরে আগুন, পুড়ে মরল গরু-মুরগি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
রাঙ্গুনিয়ায় গোয়াল ঘরে আগুন, পুড়ে মরল গরু-মুরগি প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় একটি গোয়াল ঘরে আগুন লেগে গরু ও মুরগি মারা গেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাটের পাশে ইউনুস পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা যায়, রাত ৯টার দিকে বৈদ্যুতিক খুঁটি থেকে গোয়ালঘরের উপর ছিঁড়ে পড়ে আগুনের সূত্রপাত হয়।

দ্রুত আগুন গোয়ালঘর থেকে পার্শ্ববর্তী খড়ের গাদায় এবং একটি গাছেও ছড়িয়ে পড়ে আগুন। এ সময় গোয়ালঘরে থাকা তিনটি গরুর মধ্যে দুইটি বের করতে পারলেও একটি গরু আগুনে পুড়ে মারা যায়। অন্যদিকে গোয়ালঘরের এক পাশে মুরগির ঘরে থাকা সব মুরগিই পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় নিয়ন্ত্রণে আনে

 উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।