ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিনলে সাউথ সিটি স্প্রিং ফেস্ট এর আনুষ্ঠানিক সূচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
ফিনলে সাউথ সিটি স্প্রিং ফেস্ট এর আনুষ্ঠানিক সূচনা ফিনলে সাউথ সিটি স্প্রিং ফেস্ট উদ্বোধন করেন অতিথিরা।

চট্টগ্রাম: ফিনলে প্রপার্টিজ লিমিটেড উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের সাথে মূল শহরের সংযোগ স্থাপনকারী বহদ্দারহাট মোড়ে নির্মাণ করছে আগামীর পরিপূর্ণ জীবনধারা ফিনলে সাউথ সিটি।  

৪৩ কাঠা জায়গার ওপর নির্মাণাধীন ২টি বেজমেন্টসহ ১৯ তলার এ বৃহৎ স্থাপনায় একইসাথে আবাসন ও বাণিজ্যিক সুবিধা সন্নিবেশন করা হয়েছে।

ফিনলে প্রপার্টিজ লিমিটেড সমসাময়িক এবং বৈশ্বিক জীবনযাত্রা স্থানীয় পরিসরে বড় এবং ব্যাপক মাত্রায় আধুনিকতার পরশে ছড়িয়ে দিতে চায়। ফিনলে সাউথ সিটি এ রকম প্রয়াসের একটি।
শহরের পরিসর বাড়িয়ে আধুনিক জীবনযাত্রা সকলের আওতায় নিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ। ফিনলে সাউথ সিটির বাণিজ্যিক অংশে অর্থাৎ শপিং মলে ৮৫-২২০০ বর্গফুটের মধ্যে প্রায় ১ লাখ স্কয়ারফিটের সমপরিমাণ রিটেইল স্পেস বা ২৩৭টি দোকান রয়েছে।

ফিনলে সাউথ সিটি শপিং মল হস্তান্তর এবং এর গ্র্যান্ড ওপেনিংকে সামনে নিয়ে প্রকল্প প্রাঙ্গণে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘ফিনলে সাউথ সিটি স্প্রিং ফেস্ট’। স্প্রিং ফেস্ট উদ্বোধন করেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম এবং ফিনলে প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু।  

ফিনলে প্রপার্টিজ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রকল্পের ল্যান্ডওনার ইঞ্জিনিয়ার মিজবাহুর রহমান, কাস্টমার আইয়ুব খান, মোহাম্মদ এনামুল হক চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্য কাস্টমারবৃন্দ।  

প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে ফিনলে প্রপার্টিজ লিমিটেড পরিবেশ সহায়ক ও গ্রাহকবান্ধব প্রকল্প নির্মাণ ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এবং তা বাস্তবায়নে দৃঢ় ও নিবেদিত থেকেছে। সঠিক সময়ে গুণগত মান ঠিক রেখে প্রকল্প হস্তান্তরে ফিনলে প্রপার্টিজ অতুলনীয়।

ফিনলে প্রপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু বলেন, এ পর্যন্ত ফিনলের হস্তান্তরকৃত প্রকল্পগুলোতে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের কাছে উন্নত প্রকল্পমান ও ব্যবস্থাপনার সুনিপুণ উদাহরণ প্রতিষ্ঠা করতে পেরেছি। গ্রাহকদের উৎসাহ ও পরামর্শে ভবিষ্যৎ প্রকল্পগুলোতেও এর প্রতিফলন থাকবে বলে তিনি আশাব্যক্ত করেন এবং প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত ফিনলে প্রপার্টিজ লিমিটেড যেভাবে সবার সমর্থন এবং সহযোগিতা পেয়েছে তার জন্য সকল গ্রাহক, ল্যান্ডওনার, ব্যবসায়িক পার্টনার ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সুপরিসর প্রবেশ ও প্রস্থান পথ, ক্যাপসুল ও সার্ভিস লিফট, এস্কেলেটর এবং সুপরিসর সিঁড়ি, মনোরম এট্রিয়াম, সুবিন্যস্ত কার পার্কিং, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ফিনলে সাউথ সিটি শপিংয়ে আনবে ভিন্নতা, আনন্দ ও বিনোদনে দেবে নতুন মাত্রা।

সম্পূর্ণ আলাদা প্রবেশ ও প্রস্থান পথ সমৃদ্ধ ফিনলে সাউথ সিটির আবাসিক অংশে ৯ তলা থেকে ১৯ তলা পর্যন্ত প্রতি ফ্লোরে ৮টি করে মোট ৮০টি এপার্টমেন্ট রয়েছে। ১৩৬৫-১৯০৫ বর্গফুটের প্রতিটি এপার্টমেন্ট স্বাতন্ত্রতায় অনন্য। সকল আধুনিক সুযোগ সুবিধা এখানে নিশ্চিত করা হয়ছে। ৩টি সুপরিসর লিফট ও ৮২টি কার পার্কিং স্থান, সুপরিসর কমিউনিটি হল, জিম, কিডস প্লে জোন, বার-বি-কিউ জোন, রুফ টপ গার্ডেন, মহিলাদের স্বাতন্ত্র কমিউনিটি হল, হাঁটার স্থান এবং প্রেয়ার স্পেস নিয়ে ফিনলে সাউথ সিটি প্রকল্পটি নগরবাসীর বসবাসের মানকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে।

ফিনলে সাউথ সিটি প্রকল্পের কাজ পুরোদমে চলছে। ফিনলে সাউথ সিটি শপিং মল এ বছর ২০২৪ সালের সেপ্টেম্বরে কেনাকাটা ও বিনোদন এবং এপার্টমেন্ট ২০২৫ সালে বসবাসের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। স্প্রিং ফেস্ট ৭ থেকে ১০ মার্চ প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আপনিও পরিবার নিয়ে সবান্ধবে উৎসবে ঘুরে আসতে পারেন আজই।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।