ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইউপি নির্বাচন 

নানুপুর ও খিরামে চেয়ারম্যান রোশন-সৌরভ, বাহারছড়ায় রেজাউল বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
নানুপুর ও খিরামে চেয়ারম্যান রোশন-সৌরভ, বাহারছড়ায় রেজাউল বিজয়ী ...

চট্টগ্রাম: ফটিকছড়ির নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের নুরুন্নবী রোশন। প্রাপ্ত ভোট ৭ হাজার ১৫২ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহম্মদ শফিউল আজম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৭২ ভোট।

খিরাম ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১ম চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

প্রাপ্ত ভোট ২ হাজার ৬৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল আলম অটোরিকশা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৫৬ ভোট।  

নানুপুর ইউনিয়নে মোট ভোট দিয়েছেন ১২ হাজার ২৫৯ জন। বৈধ ভোটের সংখ্যা ১১ হাজার ৯৭৩টি। খিরাম ইউনিয়নে মোট ভোট দিয়েছেন ৫ হাজার ৯৭০ জন। বৈধ ভোটের সংখ্যা ৫ হাজার ৮৬৯টি।

এদিকে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত রেজাউল করিম চৌধুরী অটোরিকশা প্রতীকে ৩ হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার আজিম টেলিফোন প্রতীকে পান ৩ হাজার ৫৩২ ভোট। নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৭ জন।

শনিবার (৯ মার্চ) ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।