ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১৫ হাজার বই হাতবদল বইবন্ধুর উৎসবে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
১৫ হাজার বই হাতবদল বইবন্ধুর উৎসবে

চট্টগ্রাম: দুই হাতে বই। স্কুল-কলেজের ব্যাগে বই।

এভাবে পড়ে শেষ করা বই নিয়ে হাজির নানা বয়সী পাঠক। বইবন্ধুর শতাধিক সদস্য পাঠকের আনা বই তালিকাভুক্ত করে নির্দিষ্ট স্টলে পাঠিয়ে দিচ্ছেন।
পাঠক সেই বইয়ের বদলে পছন্দের বই নিয়ে হাসিমুখে আবার ঘরে ফিরছেন। এভাবে দুই দিনের হাতবদল হয়েছে প্রায় ১৫ হাজার বই। এর মধ্যে গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, ধর্ম কী নেই।

রোববার (১০ মার্চ) বিকেল চারটায় নগরের সিআরবির শিরীষতলায় বইবন্ধুর উৎসবের শেষদিনের চিত্র ছিল এমনটি। এবারের আয়োজনে বইবন্ধুর সঙ্গে ছিল জেসিআই ঢাকা এস্পিরেন্টস। সার্বিক সহযোগিতায় ছিল বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

বই অদলবদল করতে আসেন সাংবাদিক নাজমুল সাদেকী। তিনি বাংলানিউজকে বলেন, পড়া শেষ হয়েছে এমন অনেক সৃজনশীল ও মননশীল বই বাসায় ছিল। এখানে সেগুলো জমা দিয়ে অন্যদেরও সহজে পড়ার সুযোগ করে দিয়ে নিজেও নতুন কিছু ভালো বই নিতে পেরেছি। বই বিনিময়- সত্যিকারের পাঠক ও বইপ্রেমীর জন্য নিঃসন্দেহে খুবই উপকারী উদ্যোগ।

বইবন্ধুর একজন উদ্যোক্তা বাংলানিউজকে জানান, বইকে সহজলভ্য করে সবার হাতের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৮ সাল থেকে কাজ করছে বইবন্ধু। গণপরিবহন পাঠাগার, হাসপাতাল পাঠাগার, তৃতীয় লিঙ্গদের জন্য পাঠাগার, সেলুন পাঠাগার হিসেবে ‘নরসুন্দর পাঠাগার, বিচ পাঠাগার, বইবন্ধু টু আওয়ার্স লাইব্রেরি, দুই টাকার বুক কাউন্টার, স্ব-শিক্ষার পাঠশালা, সিড ফর প্লাস্টিকসহ নানা কার্যক্রম নিয়ে এগোতে থাকে বইবন্ধু।  

২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার রবীন্দ্র সরোবরে বইবন্ধু প্রথম বই বিনিময় উৎসব করে। এতে ব্যাপক সাড়া জাগে বইপ্রেমী মহলে। একই বছরের অক্টোবরে চট্টগ্রাম পর্বও অনুষ্ঠিত হয়। এরপর আরও দুবার ঢাকা-চট্টগ্রামে বই বিনিময় উৎসব আয়োজিত হয়। এবার তৃতীয়বারের মতো বই বিনিময় উৎসবের সফল সমাপ্তি হলো চট্টগ্রামে। সবমিলে পঞ্চমবারের বই উৎসব এটি৷ 

উৎসবের উদ্বোধন করেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা।  

সমাপনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইবন্ধুর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান মুজিবুর রহমান, ব্যারিস্টার আবিদুর রহমান ও শিশু সংগঠক তরিকুল ইসলাম বিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।