ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু ...

চট্টগ্রাম: ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের সেপটিক ট্যাংকে পড়ে মো. রোহান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিকালে উপজেলার আজাদী বাজার এলাকার রনজুরহাট সংলগ্ন অলি আহমদ এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

রোহান ওই বাড়ির ভাড়াটিয়া প্রবাসী মুহাম্মদ শাহাজাহানের ছেলে। সে স্থানীয় রওজাতুল উলুম মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থী।

 

রোহানের মামা মো. আব্বাস জানান, সেফটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ঢাকনি তুলে সেখানে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। রোহান সবার অগোচরে ওই ট্যাংকে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, এ ঘটনায় থানায় কোনও অভিযোগ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।