ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
চবি সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের ৩০ জন দিনমজুর ও দরিদ্র রিকশাচালকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

রোববার (৩১ মার্চ) দুপুর ২টায় চাকসু ভবনের সামনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত থেকে অসহায়দের হাতে ইফতার সামগ্রী তুলে দেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।  

চবি উপাচার্য সাংবাদিক সমিতির এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ধনাঢ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার, সহ-সভাপতি আহমেদ জুনায়েদ, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ইমাম ইমুসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।