ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল: মোতালেব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল: মোতালেব

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে রাষ্ট্রে পরিণত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

দেশের প্রতিটি এলাকা যেমন উন্নয়নের জোয়ারে ভাসছে, এখন থেকে তেমনি লোহাগাড়া-সাতকানিয়াবাসী নিজেদের কাঙ্ক্ষিত উন্নয়নের জোয়ারে ভাসবেন।

সোমবার (১ এপ্রিল ) দুপুরে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বায়তুশ শরফ সড়কের থমথমিয়া খালেরে উপর ১ কোটি ৫ লাখ  টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব বলেন, থমথমিয়া খালের উপর সেতুটি নির্মিত হলে এলাকার যোগাযোগের ক্ষেত্রে  যুগান্তকারী ভূমিকা রাখবে। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে বলে আশা রাখছি।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া,বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, উপজেলা ছাত্রলীগ নেতা তানজির জিহান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।