ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফলমণ্ডির ডাস্টবিনে মিললো শিশুর বস্তাবন্দী মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
ফলমণ্ডির ডাস্টবিনে মিললো শিশুর বস্তাবন্দী মরদেহ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের ফলমণ্ডির এলাকার একটি ডাস্টবিন থেকে বস্তাবন্দী অবস্থায় এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
 
সোমবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ফলমণ্ডির সামনের ডাস্টবিনে মরদেহটি পাওয়া গেছে।

 

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ডাস্টবিনে ফেলা একটি বস্তার বাইরে বের হয়ে থাকা পা দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ বস্তা থেকে মরদেহ বের করার দেখা যায়, এটি ৬–৭ বছর বয়সী এক মেয়ে শিশু মরদেহ।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, টোকাই শিশুটির নাম সুখী। বয়স ৬ থেকে ৭ বছর। শিশুটির মায়ের নাম বিলকিস বেগম। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবার থানায় আসলে বিস্তারিত জানা যাবে। শিশুটির গায়ে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দী করে মরদেহ ডাস্টবিনের ফেলে দেওয়া হতে পারে। তবে শ্বাসরোধ নাকি অন্য কোনো উপায়ে শিশুটিকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।