ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলক্রসিংয়ে ইঞ্জিনে ত্রুটি, সড়কে যানজট 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
রেলক্রসিংয়ে ইঞ্জিনে ত্রুটি, সড়কে যানজট  ...

চট্টগ্রাম: মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনে ইঞ্জিনে ত্রুটির কারণে সড়কের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে তীব্র গরমে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার মালবাহী ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

চিনকি আস্তানা রেলস্টেশনের স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, রেলের ইঞ্জিন মেরামত করতে সময় লেগেছিল।

গাড়ি পারাপার ব্যাহত হওয়ায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, মালবাহী ট্রেনের ইঞ্জিনে ত্রুটির কারণে সড়কে যানজট সৃষ্টি হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।