ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩০ এপ্রিল থেকে চবিতে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
৩০ এপ্রিল থেকে চবিতে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: তাপপ্রবাহে বন্ধ হওয়া সশরীরে ক্লাস আগামী ৩০ এপ্রিল থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

রোববার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনদের নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী বলেন, দেশের চলমান তাপপ্রবাহ বিবেচনা করে বন্ধ থাকা ক্লাস কার্যক্রম আগামী ৩০ এপ্রিল থেকে পুনরায় সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।