ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ১, ২০২৪
বাঁশখালীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে সিরাত উল্লাহ রিজভী (১৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কুলিনপাড়ার তৈয়ব উল্লাহর ছেলে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টায় বৈলছড়ির অভ্যারখিল গ্রামে এ ঘটনা ঘটে।

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, ওই শিশু একটি দোকানের কর্মচারী।

রাতে লিচু বাগান পাহারা দিতো। রাতে রাস্তায় ঘোরাঘুরির সময় বন্যহাতির সামনে পড়ে গেলে হাতিটি তাকে আঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে বেসরকারি হাসপাতাল নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বনবিভাগের সাধনপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মে ১, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।