ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেডে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ১০, ২০২৪
ইপিজেডে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন  ...

চট্টগ্রাম: নগরের ইপিজেড এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৯) নামে একজন খুন হয়েছে। এ ঘটনায় মো. রিফাত (১৯) নামের আরও একজন আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৯ মে) রাতে আকমল আলী পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান ভোলার লালমোহন থানার গোবিন্দ বাজার এলাকার বাসিন্দা।

আহত রিফাত ইপিজেড থানাধীন ২নম্বর সাইট মালুর বাড়ি এলাকার মো. মিন্টুর ছেলে।

ইপিজেড থানা পুলিশ জানায়, দুইজনের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়েছিল। দুজনই পোশাক শ্রমিক। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রেলবিট এলাকায় তারা মুখোমুখি হলে পুনরায় কথা কাটাকাটি থেকে এ ঘটনা ঘটে।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, রাত ১০টার দিকে ছুরিকাঘাতে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। এদের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজন হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি আছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ১০, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।